বিশ্বনাথনিউজ২৪ : সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাইয়েব সৎপুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মাওলানা আবু তাইয়েব সৎপুরী ৩ দিন ওই হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে ছিলেন।
মরহুমের জানাযার নামাজ আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে সৎপুর গ্রামে পারিবারিক কবরস্থানের মরহুমের দাফন সম্পন্ন করা হবে।