বিশ্বনাথনিউজ২৪:: জাপানের থেকে ২০০ কিলোমিটার দূরে এসে পড়ল উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের কাছে থেকে পাওয়া তথ্যে এ বিষয়টি নিশ্চিত করেছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিলোমিটারের বেশি ওপর দিয়ে জাপানের হোক্কাইডোর ওশিমা শহরের পশ্চিম উপকূলে প্রায় ২০০ কিলোমিটার দূরে এস পড়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাৎসুনো ।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উত্তর কোরিয়ার এমন আচরণ মেনে নেওয়া যায় না বলে গণমাধ্যমকে জনিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ।
ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫,০০০ কিলোমিটার দূরে এসে পড়েছে বলে গণমাধ্যমকে জানিয়ছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকুনি হামাদা ।
মিসাওয়া বিমান বাহিনী ঘাঁটির ফেসবুক পেজের সুত্রে তথ্য দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিতে অবস্থানরত জাপানি ও মার্কিন সেনাদের অল্প সময়ের জন্য নিরাপদ স্থানে যেতে বলা হয়েছিল।