নিজস্ব প্রতিবেদক :: আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বিশ্বনাথ পৌরশহরে প্রচারপত্র বিলি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে বিশ্বনাথ শহরের নতুন ও পুরান বাজারে তিনি এই প্রচারপত্র বিলি করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোজাহীদ আলী, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, নুর উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, মোহাম্মদ কাওছার খান, শামীম আহমদ মেম্বার,
পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, শাহজাহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরমান খান, আবদুল মুমিন মামুন মেম্বার, সহসাংগঠনিক সম্পাদক তালুকদার মো. গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন, সহক্রিড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, পৌর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ।