বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতা :: বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড’র এজেণ্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেণ্ট ব্যাংকিং বিভাগের এ্যাসিস্ট্যাণ্ট ভাইস প্রেসিডেণ্ট মো. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন এজেণ্ট ব্যাংকিং’র পরিচালক আমিনুর রহমান তুহেল।
ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এ্যাসিস্ট্যাণ্ট ভাইস প্রেসিডেণ্ট ও শাখা ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, ইউপি সদস্য বাবরু মিয়া, সমাজসেবী তোফায়েল আহমদ সুহেল, আব্দুল জলিল, মাওলানা আব্দুল খালিক, হাজী বাহরাম খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, আব্দুল কাদির, ডাচ্-বাংলা এজেণ্ট ব্যাংকিং আজিজপুর বাজারের পরিচালক এমদাদুর রহমান জাকির প্রমুখ।