Search
Close this search box.

বিশ্বনাথ উপজেলা কৃষকদলের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে নব-গঠিত উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির পরিচিতি সভা মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের রামধানা গ্রামস্থ নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথিল বক্তব্যে লুনা বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সরকার পতনের আন্দোলন-সংগ্রামসহ সকল কর্মসূচিতে নব-গঠিত কৃষক দলের নেতাকর্মীরা গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিএনপির নেতৃবৃন্দের সাথে মিলে মিশে বিশ্বনাথে কৃষক দলকে শক্তিশালী করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়াতে হবে।

উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষক দল নেতা আইন উদ্দিন, আব্দুস ছালাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহীন চৌধুরী।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক শাহীন আহমদ, পৌর বিএনপির প্রশিক্ষণ সম্পাদক ফরিদ মিয়া, সহ ত্রাণ সম্পাদক শেপু চৌধুরী, নব-গঠিত উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য কদ্দুছ আলী, আব্দুল গণি শাহ, নাসির উদ্দিন, আবু ছালেহ, মিনহাজ, হাফিজুর রহমান ফয়ছল, আয়াজ আলী, আলা উদ্দিন, লিলু মিয়া, শাহীন মিয়া, গোলাম মোস্তফা, আব্দুছ সবুর, নজরুল ইসলাম, জিলু মিয়া, হাবিজ আলী, দুলাল মিয়া, মঈনুল ইসলাম, আশক আলী, কালাম মিয়া, আব্দুল কুদ্দুস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলওয়ার হোসেন সজিব, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা সাইদুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত