নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তাই শেখ হাসিনাকে হুমকি দিয়ে লাভ নেই। বিএনপিকে মোকাবেলা করার জন্য যুবলীগ-ছাত্রলীগই যথেষ্ট। কাকে হুমকি দেয় বিএনপি, যার পিতা দেশবাসীকে স্বাধীনতা দিয়ে গেছেন। ৭৫’র মিরজাফীর দিন শেষ, এখন শেখ হাসিনার বাংলাদেশ। মুজিব সৈনিকরা বেঁচে থাকতে শেখ হাসিনাকে হুমকি দিয়ে লাভ হবে না, আওয়ামী লীগ দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতকে প্রতিহত করলে পালানোর পথ পাবেনা।
তিনি শনিবার (৪ জুন) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত যুক্তরাজ্যের ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব টুনু মিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, টুনু মিয়ার পরিবারের কাছে এ অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশের শেষ নেই। সুবিধা-অসুবিধায় সকল সময় তারা আওয়ামী লীগের পাশে থেকেছেন, থাকছেন। মুজিব আদর্শের একনিষ্ট সৈনিকরাই কেবল নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যায়।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব টুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান।
বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সুফু মিয়া, উপজেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক দুলাল আহমদ, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী উস্তার আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম চৌধুরী অপু, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দবির মিয়া, আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, আব্দুল হেকিম, এখলাছুর রহমান, সিদ্দিকুর রহমান, অলিউর রহমান, সাইফুল আলী, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, দশঘর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আসিদ আলী, শ্রমিক লীগ নেতা মনির আলী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউসুফ আলী, সদস্য আব্দুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল মিয়া, জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, ছাত্রলীগ নেতা ঝুমন মিয়া প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।