বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামে দুই ওলির বার্ষিক উরুস ২৫ জানুয়ারী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে হযরত শাহজালাল (রহ.) অন্যতম সফরসঙ্গী হযরত শাহওলী খন্দকার (রহ.) ও পীরে কামিল ছমরউদ্দিন আউলিয়ার বার্ষিক উরুস মাহফিল ২৫ জানুয়ারি (বাংলা ১১ মাঘ) পশ্চিম শ্বাসরাম গ্রামস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বার্ষিক উরুসে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জিয়ারত, মিলাদ মাহফিল, শিরনী বিতরণ ও ভক্তিমূলক গান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই ওলির ভক্ত-আশেকানদের উপস্থিতি কামনা করেছেন মাজার পরিচালনা কমিটি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪