Search
Close this search box.

আবারও উত্তপ্ত সিলেট এমসি কলেজ

1123
Facebook
Twitter
WhatsApp

স্টাফ রিপোর্টার :: ছাত্রদলের সভায় হামলাকে কেন্দ্র আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট এমসি কলেজ। আজ ২০ নভেম্বর বিকেলে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করে কলেজ ছাত্রদল। শান্তিপূর্ণভাবে সভায় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহন করলে সভাটি মিলন মেলায় পরিণত হয়।

সভার শেষ পর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে একপর্যায়ে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপি ও ছাত্রদলের এবাদুর রহমান, কামাল, আরিফ, ও শামিমসহ প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হন।

এদিকে, ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজের বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এমতাবস্থায় অর্নিদিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত