বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ঢাকার বনানী কবরস্থানে অবস্থিত তাঁদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এম. ইলিয়াস আলীর সহোদর এম. আছকির আলী এবং জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী শ্রদ্ধাঞ্জলি অর্পণে অংশ নেন।









