৩২ ঘণ্টা পর গভীর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদ, প্রাণে ফিরতে পারল না মায়ের কোলে

Ayas-ali-Advertise
পরিত্যক্ত নলকূপের গর্তে ৩২ ঘণ্টা আটকে পড়া শিশু সাজিদকে উদ্ধার
পরিত্যক্ত নলকূপের গর্তে ৩২ ঘণ্টা আটকে পড়া শিশু সাজিদকে উদ্ধার।
পরিত্যক্ত নলকূপের গর্তে ৩২ ঘণ্টা আটকে পড়া শিশু সাজিদকে উদ্ধার
পরিত্যক্ত নলকূপের গর্তে ৩২ ঘণ্টা আটকে পড়া শিশু সাজিদকে উদ্ধার।
Facebook
Twitter
WhatsApp

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে টানা ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, রাত ৯টা ৩৫ মিনিটে অচেতন অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয়েছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাইরে ঘুরতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালান। প্রায় ৪০ ফুট মাটি খননের মাধ্যমে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গর্ত থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকাজে থাকা ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, সাজিদকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে খড় ও নরম মাটির কারণে তার শরীরে বড় ধরনের কোনো আঘাত ছিল না বলে তাদের ধারণা। এ কারণেই উদ্ধারকারীরা শিশুটিকে নিয়ে আশাবাদী ছিলেন।

তবে শেষ পর্যন্ত হাসপাতালের চিকিৎসকরা শিশুটির মৃত্যু নিশ্চিত করেন।

আরোও পড়ুন:: আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় থাকবে দুইজন ম্যাজিস্ট্রেট

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪