আবারও স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করেছে যুক্তরাষ্ট্র

Ayas-ali-Advertise
আবারও স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করেছে যুক্তরাষ্ট্র
আবারও স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করেছে যুক্তরাষ্ট্র।
আবারও স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করেছে যুক্তরাষ্ট্র
আবারও স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করেছে যুক্তরাষ্ট্র।
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুনরায় চালু হয়েছে স্টুডেন্ট ভিসা কার্যক্রম। তবে নতুন করে ভিসা আবেদন প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে বেশ কিছু কঠোর ও কড়াকড়ি শর্ত।

এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিগনন হিউস্টন জানান, যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। কোনো শিক্ষার্থী যদি ভিসার অপব্যবহার করে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা পড়াশোনার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, ভিসা শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিপত্র নয়; এটি আবেদনকারীর আচরণ, উদ্দেশ্য এবং সৎ মনোভাবের প্রতিফলনও বটে।

ডেপুটি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র চায় শিক্ষার্থীরা যেন কেবল পড়াশোনার উদ্দেশ্যেই সেখানে যায়, জ্ঞান অর্জন করে নিজ দেশে ফিরে আসে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংস কর্মকাণ্ডে জড়িত না হয়। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুস্থ ও গঠনমূলক শিক্ষার পরিবেশ বজায় রাখাই সরকারের লক্ষ্য।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসের শেষ দিকে তৎকালীন ট্রাম্প প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশবিরোধী মনোভাবসম্পন্ন শিক্ষার্থীদের প্রবেশ ঠেকানো এবং নিরাপত্তা ঝুঁকি কমানোই ছিল এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ‘ওপেন ডোর্স’-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ২১০টিরও বেশি দেশ থেকে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

আরোও পড়ুন:: বাংলাদেশিদের জন্য সহজ কাজের ভিসা দিচ্ছে ইউরোপের কয়েকটি দেশ

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪