আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় থাকবে দুইজন ম্যাজিস্ট্রেট

Ayas-ali-Advertise
আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় থাকবে দুইজন ম্যাজিস্ট্রেট
ফাইল ছবি।
আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় থাকবে দুইজন ম্যাজিস্ট্রেট
ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এ সময়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে ভাষণটি প্রচার করা হবে। সেখানে ভোটের তফসিলসহ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে দেশবাসীর সহযোগিতা কামনা করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪