সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাঠ প্রশাসনের আলোচিত কর্মকর্তা, বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের কৃতিসন্তান মো. সাদি উর রহিম জাদিদ। পদায়নের পর বুধবার (২ ডিসেম্বর) তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন।
সাদি উর রহিম জাদিদ সর্বশেষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে। দায়িত্ব গ্রহণের পর তাঁর কিছু উদ্যোগের ফলে পিছিয়ে থাকা বিশ্বম্ভরপুর উপজেলা পরিণত হয় পর্যটন আকর্ষণীয় স্থানে।
এরও আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হন। ৩৩তম বিসিএসের কর্মকর্তা জাদিদ ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
জানা গেছে, ২০২২ সালে তৎকালীন সরকার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয়। একই বছরের ২২ আগস্ট মন্ত্রিসভা আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেয়। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’ পাস হয় এবং একই বছরের ২৩ নভেম্বর গেজেট আকারে প্রকাশ করা হয়। কিন্তু গেজেট প্রকাশের পরও এ পর্যন্ত কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
সুপরিকল্পিত নগর উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, পর্যটন অবকাঠামোকে টেকসই ও আধুনিক করা—এমন সব লক্ষ্য সামনে রেখে সিলেট সিটি করপোরেশন এলাকা ও আশপাশের অঞ্চল নিয়ে গঠন করা হয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ।





