সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন করা হয়।
পদায়ন তালিকায় সিলেট জেলার ১১টি থানার ওসিও পরিবর্তন করা হয়েছে। এর অংশ হিসেবে বিশ্বনাথ থানার বর্তমান ওসি এনামুল হক চৌধুরীকে বদলি করে সুনামগঞ্জের দিরাই থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমানকে পদায়ন করা হয়েছে সিলেটের বিশ্বনাথ থানায়।
সিলেট জেলার ১১টি থানায় লটারির মাধ্যমে নতুন করে যে কর্মকর্তাদের ওসি পদে পদায়ন করা হয়েছে, তারা হলেন—কোম্পানীগঞ্জ থানায় মো. সফিকুল ইসলাম খান। তিনি হবিগঞ্জ জেলার মানুষ। গোয়াইনঘাটের ওসির দায়িত্বও পেয়েছেন হবিগঞ্জের মো. আব্দুল আহাদ। জকিগঞ্জের ওসির দায়িত্ব পেয়েছেন জামালপুরের মুহাম্মদ আব্দুর রাজ্জাক, বালাগঞ্জের ওসি হয়েছেন নারায়নগঞ্জের মো. মাহফুজ ইমতিয়াজ ভুইয়া, বিশ্বনাথ থানার নতুন ওসি হয়েছেন খুলনার গাজী মো. গাজী মো. মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্ব পেয়েছেন বগুড়ার মো. আরিফুল ইসলাম, বিয়ানীবাজার মডেল থানার ওসি সুনামগঞ্জের মো. ওমর ফারুক, ওসমানীনগরের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মনবাড়িয়ার মো. মোরশেদুল হাসান ভূইয়া, জৈন্তাপুর মডেল থানার নতুন ওসি কুমিল্লার মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কানাইঘাট থানার নতুন ওসি গাজীপুরের মো. আমিনুল ইসলাম ও ফেঞ্চুগঞ্জ থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন শরীয়তপুরের আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।





