সিলেটসহ সারাদেশে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

Ayas-ali-Advertise
সিলেটসহ সারাদেশে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা
সিলেটসহ সারাদেশে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা।
সিলেটসহ সারাদেশে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা
সিলেটসহ সারাদেশে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা কমবে বলেও জানানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়া মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি ভোরে দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশা হতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪