বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু

Ayas-ali-Advertise
বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর নিহত নুরুল ইসলাম নাহিদ।
বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর নিহত নুরুল ইসলাম নাহিদ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত নুরুল ইসলাম নাহিদ (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে।

নিহত নুরুল ইসলাম নাহিদ রামপাশা ইউনিয়নের রামপাশা উত্তরপাড়া গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের জ্যেষ্ঠ পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এক সন্তানের জনক নুরুল ইসলাম নাহিদ নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। গ্রামের ভেতরের রাস্তায় তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ​এ সময় নাহিদের মাথা, মুখ ও চোখে মারাত্মক আঘাত লাগে। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে তাঁর মাথার খুলির কয়েকটি জায়গা ফেটে যায়। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সিলেটের আল-হারামাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ সোমবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​ছেলে হারানোর শোকে ভেঙ্গে পড়া পিতা মাওলানা জয়নাল আবেদীন জানান, ‘২০/২৫ বছর পূর্বে আমার বড় ছেলেও মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। আজ চলে গেলেন আমার আরেক ছেলে। এই শোক আমি কিভাবে সহ্য করবো। আল্লাহ যেন আমার ছেলেকে জান্নাতবাসী করেন। সকলে তাঁর জন্য দোয়া করবেন।’

​পরিবার জানিয়েছে, সোমবার এশার নামাজের পর নুরুল ইসলাম নাহিদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪