এবারের এইচএসসি ও আলীম পরীক্ষার ফলাফলে সিলেটের বিশ্বনাথে আশানুরুপ শিক্ষার্থী উর্ত্তীর্ণ হতে পারেনি। অন্যান্য বছরের তুলনায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষিত ফলাফলে চরম বিপর্যয় নেমে এসেছে। পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে। তবে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের তুলনায় আলীম পরীক্ষার্থীরা এগিয়ে।
বিশ্বনাথে এইচএসসিতে পাশের হার ৪১.৩৯% ও আলীমে ৬৮.৬৩%। বিশ্বনাথ উপজেলার একমাত্র শিক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ফারিহা। আর আলীম পরীক্ষায় সংপুর কামিল মাদ্রাসায় ২টি ও হযরত শাহ চান্দ শাহ কালু ফাজিল মাদ্রাসায় ১টি জিপিএ-৫ এসেছে।
বিশ্বনাথ উপজেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১৮৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে বিভিন্ন গ্রেডে ৭৬০ জন শিক্ষার্থী উর্ত্তীর্ণ হয়েছে এবং আলীম পরীক্ষায় মোট ৩৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে বিভিন্ন গ্রেডে ২৩২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এইচএসসি পরীক্ষায় বিশ্বনাথ সরকারি কলেজ থেকে ৭১৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৩৭০ উর্ত্তীর্ণ হয়েছেন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ থেকে ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৭০ উর্ত্তীর্ণ হয়েছেন, রাকিব-রাবেয়া ডিগ্রি কলেজ থেকে ২৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬০ উর্ত্তীর্ণ হয়েছেন, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ১০৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২৯ উর্ত্তীর্ণ হয়েছেন, চান্দভারং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৯ উর্ত্তীর্ণ হয়েছেন, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১৩ উর্ত্তীর্ণ হয়েছেন, আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৪১ উর্ত্তীর্ণ হয়েছেন, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ১১৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬৪ উর্ত্তীর্ণ হয়েছেন, সিঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬৭ উর্ত্তীর্ণ হয়েছেন, আল-আযম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৩১ উর্ত্তীর্ণ হয়েছেন, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬ উর্ত্তীর্ণ হয়েছেন।
আলীম পরীক্ষায় সৎপুর কামিল মাদ্রাসা থেকে ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৬৭ উর্ত্তীর্ণ হয়েছেন, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৪৯ উর্ত্তীর্ণ হয়েছেন, কামাল বাজার ফাজিল মাদ্রাসা থেকে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২৯ উর্ত্তীর্ণ হয়েছেন, হযরত শাহ চান্দ শাহ কালু ফাজিল মাদ্রাসা থেকে ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১৯ উর্ত্তীর্ণ হয়েছেন, সিঙ্গেরকাছ আলীম মাদ্রাসা থেকে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২৬ উর্ত্তীর্ণ হয়েছেন, দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসা থেকে ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২১ উর্ত্তীর্ণ হয়েছেন, এলাহাবাদ আলীম মাদ্রাসা থেকে ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১১ উর্ত্তীর্ণ হয়েছেন।
আরোও পড়ুন:: ২৭ বছরের ব্যবধান ঘুচিয়ে বিশ্বনাথের রামসুন্দর হাইস্কুলের ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা।







