সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ‘বিশ্বনাথ উপজেলাবাসী’র ব্যানারে পৌরশহরের বাসিয়া ব্রিজের উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, গত বুধবার (১ অক্টোবর) একই দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক বশির আহমদের সভাপতিত্বে সংগঠক আব্দুল কাদির ও মনোয়ার হোসেনের সঞ্চালনায় সোমবারের মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আনিছুজ্জামান খান, শিক্ষক হেকিম উদ্দিন, বাবুল কান্তি দাস মেঘল, ব্যবসায়ী কাওছার আহমদ তুলাই, ছাত্রনেতা আলিম উদ্দিন, যুবনেতা সামির আলী, শিহাব উদ্দিন, রাজন খান, সুন্দর আলী।
বক্তারা বলেন, স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানটির সেবার মান ভেঙে পড়েছে। শক্ত সিন্ডিকেট তৈরি করে তিনি নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। দায়িত্বে চরম অবহেলা, স্বেচ্ছাচারি আচরণের পাশাপাশি তিনি রোগীদের সাথেও দুর্ব্যবহার করে থাকেন। বক্তারা সিলেটের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ডা. দেলোয়ার হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানান। অন্যথায়, তাঁর বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন মনির মিয়া, চমক আলী, সোনা উদ্দিন, রইছ মিয়া, রাজু মিয়া, ক্বারী সায়েস্তা খান, গোলজার আহমদ, আছাব আলী, ইয়ামিন আহমদ, সাকিব আহমদ, ছিনু মিয়া, মখন মিয়া, আবুল লেইছ, লোকমান আহমদ, আব্দুল হান্নান, জুনাব আলী প্রমুখ।
আরোও পড়ুন:: যে কারণে সম্মিলিত হয়ে সড়কে নামলেন বিশ্বনাথের সাংবাদিকরা ।







