বিশ্বনাথে আগুনে পুড়ে মারা গেলেন কার চালক খালেদ

Ayas-ali-Advertise
বিশ্বনাথে আগুনে পুড়ে মারা গেলেন কার চালক খালেদ
নিহত খালেদ আহমদ।
বিশ্বনাথে আগুনে পুড়ে মারা গেলেন কার চালক খালেদ
নিহত খালেদ আহমদ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে খালেদ আহমদ (২১) নামে এক যুবক আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার (৬ জুলাই) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত খালেদ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ২টার দিকে কাজ শেষে বাড়ি ফিরে খালেদ আচমকা চিৎকার করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘরের বাইরে গিয়ে দেখেন, তার শরীরে আগুন লেগে রয়েছে। পরে তিনি পুকুরে ঝাঁপ দেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে, খালেদের শরীরে কীভাবে আগুন লেগেছে, সে ব্যাপারে তার পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি। তবে খালেদ যে শয়ন কক্ষে থাকতেন সেখানে কোন আসবাবপত্র পুড়েনি।

বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার গোলাম হোসেন জানান, খালেদের হাতে পেট্রোল ভর্তি একটি বোতল ছিল এবং ধারণা করা হচ্ছে, সিগারেট খাওয়ার সময় আগুন লেগে থাকতে পারে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ উদঘাটনের জন্য কাজ করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪