সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

Ayas-ali-Advertise
ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ।
ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ।
Facebook
Twitter
WhatsApp

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দশজন। শনিবার (৫ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজু (২৫)। তিনি ইউনিক পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে কুরুয়া এলাকায় সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক বাসের চালকের সহকারী (হেলপার) রাজু নিহত হন।

হাইওয়ে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাস দুটি অতিরিক্ত গতিতে চলছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই রাজুর মৃত্যু ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিলেটগামী এনা পরিবহনের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের যাত্রী ও কর্মচারীরা আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটি সড়কের পাশেই রাখা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪