শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বিশ্বনাথের শিক্ষক মকবুল হোসেন

Ayas-ali-Advertise
শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বিশ্বনাথের শিক্ষক মকবুল হোসেন
শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বিশ্বনাথের শিক্ষক মকবুল হোসেন।
শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বিশ্বনাথের শিক্ষক মকবুল হোসেন
শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বিশ্বনাথের শিক্ষক মকবুল হোসেন।
Facebook
Twitter
WhatsApp

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ডিন, কবি ও লোক সংস্কৃতি গবেষক অধ্যাপক ড. আবুল ফাতেহ ফাত্তাহ বলেছেন, “একজন ছাত্রের মূল কারিগর হচ্ছেন শিক্ষক। সুশিক্ষা দিয়ে শিক্ষার্থীর জীবন গড়ে তোলেন, আর শিক্ষক নিজে তাঁর মেধা ও জ্ঞান দিয়ে শিক্ষার্থীর জীবন আলোকিত করতে সদা তৎপর থাকেন।” তিনি আরও বলেন, “৩৫ বছর শিক্ষকতা করে মকবুল হোসেন নিজ এলাকার শিক্ষার আলো ছড়িয়েছেন। এমন শিক্ষক নিয়ে আমি গর্বিত, গর্বিত তাঁর এলাকা এবং যারা শিক্ষা গ্রহণ করেছেন।”

অধ্যাপক আবুল ফাতেহ ফাত্তাহ এসব কথা বলেন শনিবার (২৮ জুন) সিলেটের বিশ্বনাথে পৌরসভার কালিগঞ্জবাজারস্থ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক মকবুল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

মকবুল হোসেন ১৯৮৯ সালে জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতার পর তিনি অবসর গ্রহণ করেন। বিদ্যালয়ের হলরুমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় তাঁর বিদায়ী সংবর্ধনা।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আমেরিকা প্রবাসী সৈয়দ হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল কাদের ও শিক্ষক জামাল আহমদের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মুমিন মেম্বার, মুহাম্মদ ইমাদ উদ্দিন, ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র চন্দ্র দাস, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, ব্যবসায়ী নিশি কান্ত পাল, সাবেক ছাত্র খায়রুল ইসলাম রুবেল, মিহির লাল বৈদ্য, আব্দুল মজিদ, আমিনুল ইসলাম, সুজিত কান্ত পাল, দশম শ্রেণির শিক্ষার্থী তাছলিমা বেগম ও আহনাফ খন্দকার।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন।

অন্যান্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দু সোবহান, আজিজুর রহমান, শিক্ষানুরাগী বসির উদ্দিন আহমদ, মাওলানা ওবায়দুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, হিরা মেম্বার, হিরণ আলী, বিশ্বনাথ পৌরসভার সাবেক কাউন্সিলর রাছনা বেগম, শিক্ষানুরাগী মতিউল ইসলাম, আব্দুল আলিম, দিলোয়ার হোসেন লিটনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ছাদখোলা জীপে করে মোটর শোভাযাত্রায় মকবুল হোসেনকে তাঁর সৈয়দপুর সদুরগাঁও গ্রামের বাড়িতে নিয়ে যান শিক্ষার্থীরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪