বালাগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন বাবুর্চি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের অজুহাতে প্রাথমিক চিকিৎসা দেন একজন সহকারী বাবুর্চি। এমন দৃশ্যের দেখা মিলেছে সম্প্রতি।

গত সোমবার (১৬ জুন) বিকেলে কমপ্লেক্সে সরেজমিনে গেলে দেখা যায়, এক নারী রোগির হাতে ব্যান্ডেজ দিচ্ছেন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া সহকারী বাবুর্চি সুফি মিয়া। পাশে বসে ছিলেন মেডিক্যাল অফিসার ডা. মনোতোষ রঞ্জন চন্দ।

সুফি মিয়া বলেন, ‘জনবল সংকটের কারণে আমাকে ওয়ার্ড বয়ের কাজ করতে বলা হয়েছে। ওয়াশ করি। প্রয়োজনে ব্যান্ডেজ দিই। সেলাই হলে ডাক্তার স্যার করে দেন সাথে আমিও থাকি।’

ডা. মনোতোষ সংবাদমাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উনি শুধু ব্যান্ডেজ দিয়েছেন। লোকবলের অভাবে আমরা কিছু কাজ ভাগ করে নিতে বাধ্য হচ্ছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাস বলেন, ‘জনবল সংকটের কারণে বাবুর্চি দিয়ে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দেই।’ একজন বাবুর্চি দিয়ে চিকিৎসা সেবা দিতে পারেন কি না-এমন প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি।

এদিকে, জনগণের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থায় এমন চিত্র উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪