রমজানের আগেই হতে পারে নির্বাচন- ইউনূস-তারেক বৈঠকে আলোচনা

Ayas-ali-Advertise
রমজানের আগেই হতে পারে নির্বাচন- ইউনূস-তারেক বৈঠকে আলোচনা
রমজানের আগেই হতে পারে নির্বাচন- ইউনূস-তারেক বৈঠকে আলোচনা।
রমজানের আগেই হতে পারে নির্বাচন- ইউনূস-তারেক বৈঠকে আলোচনা
রমজানের আগেই হতে পারে নির্বাচন- ইউনূস-তারেক বৈঠকে আলোচনা।
Facebook
Twitter
WhatsApp

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে আগামী ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেই—অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে—জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে। তবে সে ক্ষেত্রে সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতিতে পর্যাপ্ত উন্নয়ন থাকতে হবে।

শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) এ বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনার পর সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। এরপর বিকেল ৪টার দিকে যৌথ ব্রিফিংয়ে আলোচনা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়।

younus Tarek 2 1

বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

যৌথ বিবৃতিতে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় তারেক রহমান আগামী বছরের রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময়ের মধ্যে নির্বাচন হলে তা হবে সময়োপযোগী।

এ সময় অধ্যাপক ইউনূস জানান, তিনি আগেই ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে প্রয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্ভব। তবে সে ক্ষেত্রে অবশ্যই সংস্কার ও বিচার সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট অগ্রগতি নিশ্চিত করতে হবে।

তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং আলোচনার জন্য তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪