পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘শেখ মনির উদ্দিন ফাউন্ডেশন’র উদ্যোগে গরীব অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পৌর শহরের ডাক বাংলোতে প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন শেখ মনির উদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ গয়াছ উদ্দিন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ উদ্দিন, সমাজসেবক আলাউর রহমান। সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নূর উদ্দিন, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ নেতৃবৃন্দ।
আরও পড়ুন:: বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন।