বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

Ayas-ali-Advertise
বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপির কমিটি
আহবায়ক শিহাব আহমদকে ও সদস্য সচিব ইমাম উদ্দিনকে ।
বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপির কমিটি
আহবায়ক শিহাব আহমদকে ও সদস্য সচিব ইমাম উদ্দিনকে ।
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া বুধবার (৪ জুন) সন্ধ্যায় ‘শিহাব আহমদকে আহবায়ক ও ইমাম উদ্দিনকে সদস্য সচিব’ করে ৩১ সদস্য বিশিষ্ট দশঘর ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।

নতুন আহবায়ক কমিটির সদস্যরা হলেন: বাদশা মিয়া (ওয়ার্ড ২), হিফজুর রহমান (ওয়ার্ড ৫), হেলাল আহমদ (ওয়ার্ড ৬), তজম্মুল আলী (ওয়ার্ড ৪), আব্দুর রাজ্জাক (ওয়ার্ড ৬), মাসুক মিয়া (ওয়ার্ড ৪), তাজুল ইসলাম (ওয়ার্ড ৫), দিলু মিয়া (ওয়ার্ড ১), জামাল আহমদ (ওয়ার্ড ৬), ফজলু মিয়া (ওয়ার্ড ২), আইয়ুব আলী (ওয়ার্ড ১), আবুল খয়ের (ওয়ার্ড ২), তোতা মিয়া (ওয়ার্ড ৩), আব্দুল হামিদ হান্দু (ওয়ার্ড ১), হাবিবুর রহমান (ওয়ার্ড ৬), মতছির আলী (ওয়ার্ড ৬), সাইস্তা মিয়া (ওয়ার্ড ৩), দবির মিয়া (ওয়ার্ড ২), মতিউর রহমান (ওয়ার্ড ২), কবির উদ্দিন সুজন (ওয়ার্ড ৫), ফয়েজ আহমদ পিয়ার (ওয়ার্ড ৭), মোহন মিয়া (ওয়ার্ড ৭), এফজার মিয়া (ওয়ার্ড ৮), আলতাউর রহমান (ওয়ার্ড ৮), আব্দুল বাছিত (ওয়ার্ড ৯), আব্দুর রহিম (ওয়ার্ড ৯), ফুলমালা বেগম (ওয়ার্ড ২), লিন্টু দাশ (ওয়ার্ড ২), জাকারিয়া খান (ওয়ার্ড ৪)।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪