ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার নরশিংপুরে ‘বিশ্বনাথ এইট ইউকের উদ্যোগে প্রতিবন্ধী স্কুল’র শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে স্কুলের হলরুমে ৪০টি পরিবারের মাঝে প্রায় এক হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী এবং নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
বিশ্বনাথ এইট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও এনটিভি ইউরোপ সিলেট প্রতিনিধি নবীন সোহেল এবং বিশ্বনাথ এইট ইউকের বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ আজমল খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম নাহিদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বিশ্বনাথের প্রবাসীরা উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের সহযোগিতায় বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুল ২০১৫ সাল থেকে শিক্ষার্থীদের জন্য এক অনন্য কাজ করছে। প্রতিটি ঈদ ও সংকটকালীন সময়ে প্রবাসীদের অর্থায়নে স্কুলটি শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা প্রদান করছে।” বক্তারা সকলকে এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
এছাড়া, সভায় উপস্থিত সকলকে প্রবাসীসহ সবাইকে মানবিক উদ্যোগে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন:: বিশ্বনাথে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু।