২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ কমানোয় সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বাজেটে ৩ হাজার ৪৫৬ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ৮৯৫ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। ফলে এই খাতগুলোর শিক্ষাব্যবস্থা কিছুটা উন্নতির আশা দেখা যাচ্ছে।
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ রাখা হয়েছে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা, যা গত অর্থবছরের ৩৮ হাজার ৮১৯ কোটি টাকার থেকে ৩ হাজার ৪১৬ কোটি টাকা কম।
আজ (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা করার আগে আজ সকালে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষার বরাদ্দ কমানোর ফলে অর্থনৈতিক চাপ বাড়তে পারে। বিশেষ করে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার মান নিশ্চিত করাটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
আরও পড়ুন:: বিশ্বনাথে শিক্ষকের বিদায়ী অনুষ্টানে যা বললেন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ।