ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেটের সাবেক ডীন, কবি এবং লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, “শিক্ষকরা হচ্ছেন মানুষের গড়ার কারিগর। শিক্ষকরা প্রতিটি ছাত্রের অভিভাবক। তাদের জ্ঞানের আলো দিয়ে তারা ছাত্র/ছাত্রীদের আলোর পথ দেখিয়ে, আলোকিত করে তুলেন, তাদের জীবন সুন্দর করেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে মো. আব্দুল হাই শিক্ষকদের মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “এমন গুণী শিক্ষকরা আমাদের সমাজের প্রকৃত রত্ন। তাদের অবসর জীবন অবশ্যই সম্মানজনক এবং সুখময় হবে।”
এ কথা তিনি ২৯ মে বৃহস্পতিবার, বিশ্বনাথের ঐতিহ্যবাহী আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মো. আব্দুল হাই-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জানান। ৩৩ বছর শিক্ষকতা জীবনের পর অবসর গ্রহণ করা মো. আব্দুল হাই-এর সম্মানে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইমরান আহমদ, যিনি সভাপতির দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি মাওলানা এ কে এম মনোওর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, সাবেক সভাপতি আকলছি আলী, সিনিয়র সহকারী শিক্ষক আজম আলী এবং হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ।
এছাড়া, বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য গিয়াস উদ্দিন, সেবুল আহমদ, আতিক আহমদ, আজাদ আহমদ, আলাউদ্দনি খান, নজির আলী, শাহিন মিয়া, কবির আলী, রাবেল আহমদ, হাসান খান রিপন, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জুবায়ের আহমদ সুমন, আক্তার হোসাইন, ইসমাইল আলী, মতিউর রহমান, কবি রিপন মিয়া, আল-আমিন প্রমুখ।
এ ধরনের সম্মাননা অনুষ্ঠান শিক্ষকদের অবদানকে সাদরে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন, যা শিক্ষকদের জন্য যথাযথ সম্মান প্রদর্শন করে এবং তাদের কর্মজীবনের মূল্যায়ন হয়।
আরও পড়ুন:: দাবি আদায়ে বিশ্বনাথে প্রাথমিকের শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি।