জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য মাঠ কর্মকর্তাদের দুটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যাদের ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) অন্য কারো সাথে মিলে যাচ্ছে অথবা যেসব এনআইডি “ম্যাচ ফাউন্ড” স্ট্যাটাসে রয়েছে, তাদের দ্রুত সমাধান নিশ্চিত করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম বুধবার (২৮ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠান।
নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো ভোটারের দুটি এনআইডি থাকে এবং একটি এনআইডি সিস্টেমে সচল থাকে, তাহলে সচল এনআইডি নম্বরটি ব্যবহার করার জন্য ভোটারকে পরামর্শ দেওয়া হবে। অন্য এনআইডি “ম্যাচ ফাউন্ড” স্ট্যাটাসে রয়ে যাবে।
এছাড়া, যদি সিস্টেমে দেখা যায় যে, কোনো ব্যক্তির এনআইডি অন্য কোনো ব্যক্তির এনআইডির সাথে মিলে যাচ্ছে, তাহলে সংশ্লিষ্ট বিষয়টি নির্বাচন কমিশনে পত্রের মাধ্যমে জানাতে হবে। এই ক্ষেত্রে, সংশ্লিষ্ট ব্যক্তিকে জেলা নির্বাচন অফিসে পাঠানোর পর আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন হবে না।
বর্তমানে ইসির সার্ভারে প্রায় দুই লাখ এনআইডি “ম্যাচ ফাউন্ড” স্ট্যাটাসে রয়েছে।
আরও পড়ুন:: জাতীয় নির্বাচনের স্পষ্ট সময়সীমা জানালেন ড. ইউনূস।