জাতীয় নির্বাচনের স্পষ্ট সময়সীমা জানালেন ড. ইউনূস

Ayas-ali-Advertise
জাতীয় নির্বাচনের স্পষ্ট সময়সীমা জানালেন ড. ইউনূস
ছবি সংগৃহীত।
জাতীয় নির্বাচনের স্পষ্ট সময়সীমা জানালেন ড. ইউনূস
ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সম্পর্কিত তার অবস্থান স্পষ্ট করেছেন বলে জানান তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, “৩০ জুন নির্ধারিত সময়সীমা তার পর নির্বাচন হবে না।”

শনিবার (২৪ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রেস সচিব আরও বলেন, “প্রফেসর ইউনূস বারবার বলেছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। ৩০ জুন একটি চূড়ান্ত সময়সীমা এর বাইরে নির্বাচন হবে না। তিনি যে কথা বলেন সেটাই মানেন।”

তিনি জানান, তিনটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চেয়েছে এবং এ বিষয়ে ইউনূস একই বার্তা দিয়েছেন যে নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে। আগামীকাল অন্যান্য দলকেও এই মর্মে বার্তা দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪