দাবি আদায়ে বিশ্বনাথে প্রাথমিকের শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি

Ayas-ali-Advertise
দাবি আদায়ে বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি
দাবি আদায়ে বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি।
দাবি আদায়ে বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি
দাবি আদায়ে বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে তিন দফা দাবী বাস্তবায়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বৃহস্পতিবার (২৮ মে) পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছেন। দেশের অন্যান্য এলাকার মতো বিশ্বনাথেও ‘১১তম গ্রেডে বেতন, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির’ দাবিতে শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। ২৬ মে থেকে এ পর্যন্ত তারা পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করে আসছেন।

এর আগে, ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ ব্যানারে ৫-১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা করে কর্ম বিরতি, ১৬-২০ মে পর্যন্ত ২ ঘণ্টা করে কর্ম বিরতি এবং ২১-২৫ মে পর্যন্ত অর্ধ দিবস কর্ম বিরতি পালন করেন প্রাথমিকের শিক্ষকরা।

এদিকে, তীব্র ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে হচ্ছে। তবে, শিক্ষকরা কর্ম বিরতিতে থাকলেও বিদ্যালয়ে পড়া-লেখা বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তি হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লাখ শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১ এবং সহকারী শিক্ষকদের গ্রেড ১৩।

বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুবের সাথে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪