সারাদেশে মাসিক ইন্টারনেট সেবা সর্বোচ্চ ৪০০ টাকায়

Ayas-ali-Advertise
ইন্টারনেট সেবা সর্বোচ্চ ৪০০ টাকায়
প্রতীকি ছবি।
ইন্টারনেট সেবা সর্বোচ্চ ৪০০ টাকায়
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

সারাদেশে এক রেটে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করতে দেশের সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) গুলোর জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এছাড়া নির্ধারিত নতুন ট্যারিফ অনুযায়ী, ১০ এমবিপিএস ইন্টারনেটের মূল্য হবে ৭০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১,১০০ টাকা।

নির্ধারিত এই ট্যারিফ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং তা প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে। নতুন ট্যারিফ নির্ধারিত না হলে কমিশনের অনুমোদনক্রমে পূর্বের ট্যারিফই বলবৎ থাকবে। তবে বাজারের চাহিদা এবং গ্রাহকের স্বার্থ বিবেচনায় বিটিআরসি যে কোনো সময় ট্যারিফে পরিবর্তন আনতে পারবে।

সেবার মান নিশ্চিত করতে প্রতিটি আইএসপিকে এ, বি, সি গ্রেড অনুযায়ী ‘গ্রেড অব সার্ভিস’ বজায় রাখতে হবে। টানা পাঁচ দিন ইন্টারনেট সেবা না পেলে গ্রাহক মাসিক বিলের ৫০ শতাংশ ছাড় পাবেন। ১০ দিন না পেলে ২৫ শতাংশ এবং ১৫ দিন না পেলে পুরো বিল মওকুফ করতে হবে।

নির্ধারিত তালিকা অনুযায়ী সর্বনিম্ন ৫ এমবিপিএস গতি বজায় রেখে আইএসপিরা ১:৮ কানেকশন র‌্যাশিও অনুসরণ করে কমিশনের অনুমোদন সাপেক্ষে অন্যান্য সেবা বা প্যাকেজ দিতে পারবে।

কমিশন কর্তৃক অনুমোদিত ট্যারিফ চার্ট প্রতিটি আইএসপিকে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অনুমোদন ছাড়া নতুন কোনো সেবা বা প্যাকেজ চালু করলে টেলিযোগাযোগ আইনের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪