সুনামগঞ্জের জগন্নাথপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির পাশে একটি আম গাছে উঠে ডাল কাটছিলেন সাহাব উদ্দিন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক একটি তার ছিঁড়ে তার শরীরে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:: অ্যাডভোকেট আবদুল মতিন আর নেই, জানাজা আজ বাদ আসর।