বিশ্বনাথের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর রাগীব আলীর সুস্থতা কামনায় বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) রাতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাগীব আলী বিশ্বনাথ প্রেসক্লাবের দাতা সদস্য ও ওয়েলফেয়ার ফান্ডের গোল্ডেন ট্রাস্টি। তিনি সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা। দেশের অন্যতম খ্যাতিমান এ দানবীরের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য মাওলানা শহিদুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মো. আশরাফুল ইসলাম আইনুল হক, ব্যবসায়ী মোহাম্মদ রুবেল, সংগঠক দিলোয়ার হোসেন, আনছার আলী, প্রেসক্লাব সদস্য সুজিত দেব এবং মাজহারুল ইসলাম সাব্বির।
আরও পড়ুন:: বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নে প্রবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।