সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন

Ayas-ali-Advertise
সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
Facebook
Twitter
WhatsApp

সড়কে অকারণে হর্ন বাজানো যে শব্দদূষণের একটি বড় উৎস—তা স্মরণ করিয়ে দিতে এবার অভিনয়কে হাতিয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নির্মিত একটি বিজ্ঞাপনচিত্রে তার অভিনয় ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শুক্রবার ফেসবুকে বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকে লাখো মানুষ এটি দেখেছেন, আর অনেকে ইতিমধ্যে বিষয়বস্তু নিয়ে ইতিবাচক আলোচনায়ও যুক্ত হয়েছেন। পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র আওতায় নির্মিত এই ভিডিও পরিচালনা করেছেন মেহেদী রনি।

বিজ্ঞাপনটিতে একজন বাসচালকের ভূমিকায় মোশাররফ করিমকে দেখা যায়, যার সহকারীর চরিত্রে আছেন সামাজিক মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা রিপন মিয়া। বিজ্ঞাপনটির মূল বার্তা—”বাজাব না অকারণে হর্ন, কমাব শব্দদূষণ”—দর্শকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই মন্তব্যে জানিয়েছেন, তারা নিজে এই বার্তা অনুসরণ করবেন এবং অন্যদেরও সচেতন করবেন।

এই উদ্যোগের অংশ হতে পেরে নিজেও সন্তুষ্ট অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন, “আমি সচেতনতামূলক কাজকে সবসময় গুরুত্ব দিই। এই বিজ্ঞাপনের উদ্দেশ্য যদি মানুষের মধ্যে কিছুটা পরিবর্তন আনে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক। শিল্পী হিসেবে এটি আমার দায়িত্বের জায়গা থেকে করা কাজ।”

মোশাররফ করিমের অভিনয়ের পাশাপাশি রিপন মিয়ার উপস্থিতিও দর্শকদের নজরে এসেছে। দুই জনপ্রিয় মুখের বাস্তবঘন অভিনয়, প্রাসঙ্গিক বার্তা এবং নির্মাণশৈলী মিলিয়ে ভিডিওটি হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহনকারী প্রচার মাধ্যম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪