সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী একাডেমির উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম-সেবা।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীদের মোবাইল অপব্যবহার রোধ করা অত্যন্ত জরুরি, কারণ অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এ বিষয়ে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, অভিভাবকদের দায়িত্ব হলো সন্তানদের মোবাইল ব্যবহারের প্রতি সতর্ক দৃষ্টি রাখা এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার থেকে তাদের বিরত করা। তবে এটা ধমক দিয়ে নয়, বরং তাদের সঙ্গে বসে, আসল বাস্তবতা বুঝিয়ে বলতে হবে। দেশকে এগিয়ে নিতে সুশিক্ষার কোনো বিকল্প নেই এবং এটাই আমাদের ভবিষ্যতের শক্তি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ এইড ইউকের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রঞ্জু।
খাজাঞ্চী একাডেমি পরিচালনা কমিটির সভাপতি মোছাঃ জেবিন বেগমের সভাপতিত্বে ও কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় উপদেষ্টা কমিটির কো-অর্ডিনেটর নিশিকান্ত, বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েস, ট্রেজারার বখতিয়ার খাঁন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ট্রাস্টি ফখরুল ইসলাম এবং পরিচালনা কমিটির সদস্য শওকত আলী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রায়হান আহমদ। জাতীয় সংগীত পরিবেশন করেন নাদিয়া ও তাঁর দল। স্বাগত বক্তব্য দেন খাজাঞ্চী একাডেমির প্রধান শিক্ষক আরাফাত হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আপ্তাব আলী, হিরন মিয়া, আব্দুল হক, সিরাজ উদ্দিন, সাইদুর রহমান, আবুল কালাম, আনছার আলী, ফাতেমা বেগম এবং আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি তাজ উদ্দিন আহমদ প্রমুখ। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:: বিশ্বনাথে বাসিয়া নদী পরিষ্কারে পৌরসভার উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে যা বললেন প্রশাসক।