সিলেটের ওসমানীনগর উপজেলায় এক সবজি বিক্রেতাকে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃত উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের কোনার বন হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুজাহিদ আহমদ (২৭)। তিনি স্থানীয় খুজগীপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মুজাহিদ। রাত গভীর হওয়ার পরও তার কোনো খোঁজ না পেয়ে পরিবার ও আত্মীয়রা তল্লাশি চালান আশপাশের এলাকায়। তবে কোনো সাফল্য না পেয়ে শুক্রবার সকালে জুমার নামাজের আগে স্থানীয়রা গ্রামের পাশের কোনার বন হাওরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার লাশ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়।
ওসমানীনগর থানার এসআই শফিক আহমদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলামান রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন::: ওসমানীনগরে সিএনজি চুরির অভিযোগে যুবক গ্রেফতার