ওসমানীনগরে সিএনজি চুরির অভিযোগে যুবক গ্রেফতার

Ayas-ali-Advertise
ওসমানীনগরে সিএনজি চুরির অভিযোগে যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়া (২৬)।
ওসমানীনগরে সিএনজি চুরির অভিযোগে যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়া (২৬)।
Facebook
Twitter
WhatsApp

বৃহস্পতিবার দুপুরে মোতিয়ার গাঁও গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ আগস্ট এনাম মিয়া তার মালিকানাধীন মৌলভীবাজার থ-১২-৯৩৯১ সিএনজি অটোরিকশাটি প্রতিদিনের মতো রাতে মোতিয়ার গাঁও গ্রামের তারু মিয়ার গ্যারেজে রেখে যান। গভীর রাতে ৫ জন ব্যক্তি সিএনজি অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ছাড়া এ নিয়ে একাধিক শালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পরও সিএনজি অটোরিকশা ফেরত না পেয়ে এনাম মিয়া গত বছরের ১৩ মার্চ জাহাঙ্গীর মিয়াসহ পাঁচজনকে অভিযুক্ত করে সিলেট অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তের জন্য আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেয়। গত বছরের ৩১ অক্টোবর পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে, অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে।

মামলার বাদী এনাম মিয়া জানান, “দলীয় প্রভাব খাটিয়ে এলাকাতে ত্রাস সৃষ্টি করেছে যুবলীগ নেতা জাহাঙ্গীর মিয়া। তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও দলীয় প্রভাবের কারণে আমার গাড়িটি ফেরত পাইনি। আমি আদালতের আশ্রয় নিয়েছি। মামলার পর থেকে আমাকে নানা ভাবে হুমকি দেওয়া হয়েছে। তবে আমি আশা করি আইনশৃঙ্খলা বাহিনী বাকি অভিযুক্তদের গ্রেফতার করে আমার গাড়িটি উদ্ধার করবে।”

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভূক্ত জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪