সিলেটের ওসমানীনগর থানার পুলিশ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে অভিযানে নামিয়ে ছাত্রলীগ নেতা রফু মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। রফু মিয়া গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়াচর গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, রফু মিয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী রয়েছেন। দীর্ঘদিন আত্মগোপনের পর আজ গোপন সাংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনামেয় মিয়া জানিয়েছেন, রফু মিয়া বর্তমানে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে পাঠানো হবে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
আরও পড়ুন:: দক্ষিন সুরমা থেকে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার হেলাল গ্রেপ্তার।