ঈদের দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে গোয়াইনঘাটে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫

Ayas-ali-Advertise
ঈদের দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে গোয়াইনঘাটে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫
গোয়াইনঘাটে দুই গ্রামের সংঘর্ষের একাংশ । ছবি সংগৃহীত।
ঈদের দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে গোয়াইনঘাটে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫
গোয়াইনঘাটে দুই গ্রামের সংঘর্ষের একাংশ । ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের গোয়াইনঘাটে ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১টার দিকে উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পাড়ে এ সংঘর্ষ ঘটে।

বিভিন্ন সুত্রে পাওয়া তথ্যে, উপজেলার ভিতরগুল ও লামার দমদমীয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দুর্ঘামারা বিল সংলগ্ন একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় পর্যায়ে সালিশও হয়। সোমবার ঈদের নামাজের পর দমদমীয়া গ্রামের পক্ষ থেকে বিবাহিত ও অবিবাহিত যুবকদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

একই সময়ে ভিতর গুল গ্রামের কিছু যুবক মাঠে খেলতে গেলে দমদমীয়া গ্রামের কয়েকজন তাদের বাধা দেয়। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আহতদের পরিচয় সংগ্রহ করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪