ঈদের দিন জাফলং ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

Ayas-ali-Advertise
ঈদের দিন জাফলং ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের
ফাইল ছবি।
ঈদের দিন জাফলং ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের
ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের জাফলংয়ে ঈদের দিন পানিতে ডুবে নয়ন মিয়া (১৩) নামে এক সুনামগঞ্জের কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হযেছে।

মরহুম নয়ন মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় বলে সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঈদের ছুটিতে কয়েকজন বন্ধুর সঙ্গে জাফলং বেড়াতে যান নয়ন। বন্ধুরা মিলে জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসলের সময় স্রোতের টানে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয় নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, জিরো পয়েন্ট এলাকায় গোসলের সময় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪