ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে যখন বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ তখন সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
বুধবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন:: ঈদ করতে গ্রামে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল সুনামগঞ্জের শিশুর।