সিলেটের বালাগঞ্জে ১০ বছরের পুত্রকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পিতা।
শনিবার (২৯ মার্চ) বিকেলে সিলেট-সুলতানপুর সড়কের বালাগঞ্জ উপজেলার চাম্পারকান্দি নূরানীয়া মাদরাসার সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৫ বছর বয়সী হাবিবুর রহমান।
নিহত হাবিবুর রহমান (৪৫) নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি বালাগঞ্জের আব্দুল মতিন মহিলা একাডেমির অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি মাদার বাজারে পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।
জানাযায়, শনিবার বিকেলে হাবিবুর রহমান তার ১০ বছর বয়সী পুত্র সন্তানকে নিয়ে স্থানীয় মোরার বাজারে ঈদের কেনাকাটা শেষে ইফতারের পূর্বে মোটরসাইকেলে বাসার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু চাম্পারকান্দি নূরানীয়া মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হাবিবুর রহমান মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ সময় মোটরসাইকেল আরোহী তার পুত্র সঙ্গে থাকলেও তার তেমন কিছু হয়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আব্দুল মতিন মহিলা একাডেমির প্রধান শিক্ষক জানান, “খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে দেখি, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।”
আরও পড়ুন:: সাইবার ট্রাইব্যুনালে সিলেটের ১০৩টি দায়েরকৃত মামলা প্রত্যাহার।