সিলেট বিভাগে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাইবার ট্রাইব্যুনালে দায়ের হওয়া ১০৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের আট বিভাগে মোট ৪১০টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রামে ১৩০টি (১০৯+২১), সিলেটে ১০৩টি (৫৬+৪৭), খুলনায় ৫৩টি, বরিশালে ৪৮টি, রংপুরে ৪০টি, ময়মনসিংহে ১৩টি এবং রাজশাহীতে দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, মতপ্রকাশসংক্রান্ত (স্পিচ অফেন্স) মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। গত ৩ অক্টোবর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সাইবার আইনের আওতায় যেসব মামলা করা হয়েছিল। সরকার সেগুলো বাতিল করছে। একইসঙ্গে যেসব ব্যক্তি এ সংক্রান্ত মামলায় আটক রয়েছেন। তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি দেওয়া হবে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে ৫ হাজার ৮১৮টি মামলা চলমান ছিল। এর মধ্যে ১ হাজার ৩৪০টি মামলা মতপ্রকাশসংক্রান্ত। আইসিটি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ৪৬১টি মামলা তদন্তাধীন রয়েছে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন ডিজিটাল আইনের কিছু ধারা বাকস্বাধীনতা ও সাংবাদিকতার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে সমালোচনা রয়েছে। বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে এসব ধারার সংশোধনের দাবি জানিয়ে আসছিল। সাম্প্রতিক পরিবর্তনের ফলে এসব মামলা প্রত্যাহার ও বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:: ওসমানীনগরে লুনার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার।