দক্ষিন সুরমা থেকে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার হেলাল গ্রেপ্তার

Ayas-ali-Advertise
দক্ষিন সুরমা থেকে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার হেলাল গ্রেপ্তার
দক্ষিন সুরমা থেকে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার হেলাল গ্রেপ্তার।
দক্ষিন সুরমা থেকে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার হেলাল গ্রেপ্তার
দক্ষিন সুরমা থেকে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার হেলাল গ্রেপ্তার।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে ১৫টি মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার হেলাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার ভোররাতে দক্ষিন সুরমার মোগলাবাজার থানার গোটাটিকর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত হেলাল মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার চৌকা গ্রামের বাসিন্দা এবং মৃত হাফিজ জমির আলীর ছেলে।

সিলেট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানিয়েছেন, হেলাল মিয়ার বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্র আইনের মোট ১৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ, জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া, সুনামগঞ্জের জগন্নাথপুর, ছাতক ও শান্তিগঞ্জ থানায় বেশ কয়েকটি ডাকাতি ও চুরির অভিযোগ রয়েছে। হবিগঞ্জের বানিয়াচং থানাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত হেলাল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪