সিলেটে প্রবাস ফেরত ছেলের দায়ের কোপে নিহত হলেন বাবা

Ayas-ali-Advertise
সিলেটে প্রবাস ফেরত ছেলের দায়ের কোপে নিহত হলেন বাবা
গ্রেপ্তাকৃত ঘাতক ছেলে সুলতান আহমদ।
সিলেটে প্রবাস ফেরত ছেলের দায়ের কোপে নিহত হলেন বাবা
গ্রেপ্তাকৃত ঘাতক ছেলে সুলতান আহমদ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে প্রবাস ফেরত ছেলের দায়ের কোপে নিহত হয়েছেন বাবা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দুলু মিয়া (৬০), তিনি ওই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুলু মিয়ার ছেলে সুলতান আহমদ সাত মাস আগে ফ্রান্স থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান। এতে দুলু মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত খবর দেন পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং ঘাতক ছেলেকে আটক করে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুমন্ত অবস্থায় ছেলে দায়ের কোপে বাবা নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলু মিয়ার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরোও বলেন, প্রবাস ফেরত সুলতানের মানসিক সমস্যা রয়েছে। এ কারনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪