ভিসা নিয়ে নতুন যে বার্তা দিল যুক্তরাজ্য

Ayas-ali-Advertise
ভিসা নিয়ে নতুন যে বার্তা দিল যুক্তরাজ্য
ভিসা নিয়ে নতুন যে বার্তা দিল যুক্তরাজ্য।
ভিসা নিয়ে নতুন যে বার্তা দিল যুক্তরাজ্য
ভিসা নিয়ে নতুন যে বার্তা দিল যুক্তরাজ্য।
Facebook
Twitter
WhatsApp

আগামী ৯ এপ্রিল থেকে ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন), স্বল্পমেয়াদী, চিকিৎসা, শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা, স্পনসরশিপ ও নাগরিকত্ব ফি বৃদ্ধি করছে যুক্তরাজ্য। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন নিয়ম অনুযায়ী, ৬ মাস মেয়াদি স্বল্পমেয়াদী পর্যটন ভিসার জন্য আবেদনকারীদের ১শত ২৭ পাউন্ড (প্রায় ১৯ হাজার ৯শত ৯০ টাকা) দিতে হবে, যা আগে ছিল ১শত ১৫ পাউন্ড (১৮ হাজার ১০ শত ১ টাকা)। দীর্ঘমেয়াদী পর্যটন ভিসার ফি বেড়ে হবে ৪শত ৭৫ পাউন্ড (৭৪ হাজার ৭শত ৬৫ টাকা), যা বর্তমানে ৪শত ৩২ পাউন্ড (৬৭ হাজার ৩শত ৭৫ টাকা)।

৫ বছর ও ১০ বছরের ভিসার ফিও বেড়ে যথাক্রমে ৮শত ৪৮ পাউন্ড (১ লাখ ৩৩ হাজার ৬শত ৭৬ টাকা) এবং ১ হাজার ৫৯ পাউন্ড (১ লাখ ৬৬ হাজার ৬শত ৬৮ টাকা) হবে।

শিক্ষার্থী ও কর্মী ভিসার ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। শিক্ষার্থী ভিসার নতুন ফি ৫শত ২৪ পাউন্ড (৮২ হাজার ৪শত ৭৮ টাকা), যা আগে ছিল ৪শত ৯০ পাউন্ড (৭৭ হাজার ১শত ২৬ টাকা)।

দক্ষ কর্মী ভিসার ৩ বছর মেয়াদী ফি ৭শত ৬৯ পাউন্ড (১ লাখ ২১ হাজার ৪১ টাকা), যা আগে ছিল ৭শত ১৯ পাউন্ড (১ লাখ ১৩ হাজার ১শত ৭১ টাকা)। ৫ বছর মেয়াদী কর্মী ভিসার ফি ১ হাজার ৫১৯ পাউন্ড (২ লাখ ৩৯ হাজার ৯৩ টাকা), যা আগে ছিল ১ হাজার ৪২০ পাউন্ড (২ লাখ ২৩ হাজার ৫শত ১০ টাকা)।

ইটিএ ভিসার জন্য আবেদনকারীদের এখন ১৬ পাউন্ড (২ হাজার ৫শত ১৮ টাকা) দিতে হবে, যা আগে ছিল ১০ পাউন্ড (১ হাজার ৫শত ৭৪ টাকা)।

স্পনসরশিপ ও নাগরিকত্ব ফিও বাড়ানো হয়েছে। দক্ষ কর্মীদের স্পনসরের ক্ষেত্রে নতুন ফি ৫শত ২৫ পাউন্ড (৮২ হাজার ৬শত ৭৫ টাকা), যা আগে ছিল ২শত ৩৯ পাউন্ড (৩৭ হাজার ৬শত ১৮ টাকা)।

যুক্তরাজ্যে নাগরিকত্বের জন্য আবেদনের ফিও বেড়ে ১ হাজার ৪৪৫ পাউন্ড (২ লাখ ২৭ হাজার ৬শত ২ টাকা) নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৩৫১ পাউন্ড (২ লাখ ১২ হাজার ৬শত ৪৯ টাকা)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভিসা, স্পনসরশিপ ও নাগরিকত্বের ফি বাড়ানো হয়েছে, যাতে সরকারের অতিরিক্ত ব্যয়ের চাপ করদাতাদের ওপর না পড়ে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪