সৌদি আরবে হাফেজ আল আমিন নামে এক বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। সড়কের পাশে তার গুলিবিদ্ধ রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিকে।
শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি শহর জিজানে এ ঘটনা মর্মান্তিক পুলিশে ঘটে।
পুলিশ নিহত হাফেজের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার ভগ্নিপতি নাজমুল ইসলাম পরিচয় শনাক্ত করেন এবং পরিবারের কাছে খবর পৌঁছে দেন।
পরিবারের বরাতে জানা গেছে, হাফেজ আল আমিন স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন এবং পাশাপাশি খাবার সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তারাবির নামাজ শেষে খাবার ডেলিভারিতে বেরিয়ে আর ফেরেননি। পরে রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে, বিশেষ করে চোখ ও বুকে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হত্যার কারণ ও কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত আল আমিনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার। এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশি দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন:: লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।