ব্রিটেনে বন্ধু সমাবেশ যুক্তরাজ্যের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫), ইস্ট লন্ডনের পেটিসারি রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বন্ধু সমাবেশের সমন্বয়ক বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সমন্বয়ক সেলিম উদ্দিন ও মাহফুজ আহমদ মুন্নার প্রাণবন্ত পরিচালনায় ইফতার পূর্বে মনমুগ্ধকর কোর’আন তেলাওয়াত করেন সুহৃদ বন্ধু নেছার উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুহৃদ বন্ধু ইকবাল হোসেন, আজমল চৌধুরী, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন, শামীম উদ্দিন, নিজাম উদ্দিন, তানবীর আহমদ, কামরুল ইসলাম, আজিম উদ্দিন, তৌহিদ উদ্দিন, মারুফ আহমদ কবিরী, সোয়ালেহীন করিম চৌধুরী, দেওয়ান আব্দুল বাসিত, কামাল সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মুহিজুল আমিন, হরুফ মিয়া, রিপন পারভেজ, সামসুল ইসলাম রুবেল, বদরুল চৌধুরী রাজু, আবু শাহান, মমদুল হক মারুফ, জুনেদ আহমদ, আব্দুর রহিম রঞ্জু, সাজিদুর রহমান, শাহ আলম, শাহ আলম কাশেম, নুরু চৌধুরী, আশরাফ আজিজি মির্জা, মাহফুজুল করিম মাসুম, ওয়াদুদ কবিরী, নোমান আহমদ, সান্টু ইসলাম, কবির কিবরিয়া, কবির চৌধুরী তুহিন, আব্দুল মান্নান, আব্দুর রহিম, অপু চৌধুরী, সাজ্জাদ হোসেন নয়ন, শমসের সারো, লিয়াকত হোসেন, কামরুল ইসলাম (সাস্ট), মিজানুর রহমান, ব্যারিস্টার মিজানুর রহমান, মামুন শাহজালাল, প্রিন্স আহমদ, মানিক মিয়া, সাহার আহমদ, নাসিম আহমদ, এহসান আহমদ, ওবায়েদ উল্লাহ, নাসিম আহমদ, দুলাল রহমানসহ মোট ৫৮ জন ব্যক্তি।
সমন্বয়ক বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সকল উপস্থিতি বিশ্বের সকল মুমিন মুসলমানদের সুখ, সমৃদ্ধি এবং শান্তির জন্য দোয়া করেন।