যেসকল উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসি

Ayas-ali-Advertise
যেসকল উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসি
যেসকল উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসি।
যেসকল উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসি
যেসকল উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসি।
Facebook
Twitter
WhatsApp

দেশের নির্বাচন কমিশন (ইসি) সারা দেশের ২৩ জেলার ৭৪টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে। এসব এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের জন্য ভাতা নির্ধারিত হারের চেয়ে দেড় গুণ বেশি দেওয়া হবে।

এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জানা গেছে, দুর্গম এলাকাগুলোর মধ্যে রয়েছে ভোলার চরফ্যাশন, বরগুনার বেতাগী, বাগেরহাটের রামপাল, খুলনার বটিয়াঘাটা, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের মহেশখালী, হবিগঞ্জের বানিয়াচং, সুনামগঞ্জের দোয়ারাবাজার, কিশোরগঞ্জের ইটনা, পটুয়াখালীর গলাচিপা, সাতক্ষীরার আশাশুনী, পিরোজপুরের কাউখালী, কুমিল্লার মেঘনা, কুড়িগ্রামের রৌমারী, মানিকগঞ্জের হরিরামপুর, মাদারীপুরের শিবচর, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন উপজেলা।

এছাড়া, পার্বত্য, হাওর, দ্বীপ অঞ্চলসহ সমতল ভূমির যোগাযোগব্যবস্থা, ভৌগোলিক অবস্থান এবং দুর্গমতার ভিত্তিতে ভবিষ্যতে দুর্গম এলাকার তালিকা শ্রেণিভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪